
পটিয়া উপজেলার সাঁইদাইর গাউছিয়া তৈয়বিয়া দিলোয়ারা বেগম সুন্নিয়া আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অদ্য ১৬ মার্চ ২০১৯ ইংরেজী, শনিবার সকাল ১০ ঘটিকায় মাদরাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংক লি: এর সম্মানীত পরিচালক ও মাদরাসা গভর্ণিং বডির সভাপতি আলহাজ¦ আহমেদুল হক আহমদ সাহেব। উদ্বোধক ছিলেন গভর্ণিং বডির সদস্য ও কুসুমপুরা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ
সভাপতি আলহাজ¦ সিরাজুল ইসলাম। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা হামিদুল হক সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন গভর্ণিং বডির সদস্য আলহাজ¦ মেশকাত মোকাররমা খানম, মোহাম্মদ আবু ফারুকী, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ মফিজুর রহমান।সহকারী শিক্ষক হোসাইন আহমদ ও মুহাম্মদ জামাল উদ্দীনের সালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা এস.এম. মাহমুদুল হক আনচারী, মাওলানা সৈয়দ আবদুল্লাহ আল ফয়সাল, মাওলানা
শিহাবুদ্দীন, মাওলানা কাজী মোহাম্মদ আহছানুর রহমান, মিসেস হালিমা বেগম , মিসেস তহিনুর আকতার, মাওলানা ক্বারী মো: দিদারুল আলম, মাওলানা মুহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ আলী সুজন ও এস.এম বাহারুল আলম। শেষে অতিথি বৃন্দ ২০১৮ শিক্ষাবর্ষের উত্তীর্ণ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।