হাসান আহমদ:
ব্লাড ডোনর ইনফরমশেন অব বাংলাদশ’ এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এটি একটি ওয়বেসাইট ভিত্তিক রক্তদানকারীদের তথ্য প্রদানকারি স্বচ্ছোসেবী সামাজিক সংগঠন। ২২ শে র্মাচ ২০১৯ শক্রবার, সন্ধ্যা ৭টায়। সিলেট ছাতক উপজেলার গোবন্দিগঞ্জ পয়েন্টে এক আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান পর্ব শুরু হয়। স্বেচ্ছায় রক্তদান, সামাজিক সচেতনতা
বৃদ্ধি ও মানবকি সহয়াতামূলক কাজ করার লক্ষ্যে সংগঠনটি ২০১৮ সালরে ২২ শে র্মাচ যাত্রা শুরু করে। বর্তমানে সংগঠনটির মাধ্যমে সারাদেশে এই পর্যন্ত কয়েক শতাধীক রোগীকে বিনামূল্যে রক্তদান করা হয়। দেশের বিভিন্ন জায়গায় মানবতার দেয়াল স্থাপন করে সমাজে সুবিধাবঞ্চিতদের মাঝে মানবিক সহায়তামূলক কাজ করে আসছে । সংগঠনটি বর্তমানে খুবই জনপ্রিয়।
অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থতি ছিলেন সংগঠনের উপদেষ্ঠামন্ডলীর সদস্য জনাব এডভোকেট ফয়জুল হক, জনাব মিজানুর রহমান রাসলে, জনাব আব্দুল কাহ্হার । আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ, সনিয়ির সহ-সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুমিন যুগ্ম সাধারণ সম্পাদক জুনাইদ আহমদ, সাংগঠনিক সম্পাদক
ইউসুফ আলী, অর্থ সম্পাদক রুমান আহমদ রমজান,সৈয়দ আল আমনি, জাহিদ হাসান সেলিম, রুবেল আহমদ, মুহবিবুর রহমান, সাইফুল আলম, শাহেদ আহমদ, শিমুল আহমদসহ আরো অনেক সদস উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।