
২৫ মার্চ চেরাগী পাহাড় ব্র্যাক ব্যাংকের সামনে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম প্রতিবারের মত আয়োজন করেছে “পঁচিশে মার্চ কালরাত্রি স্মরণ” শিরোনামে পথআবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।। প্রদীপ প্রজ্জ্বলন, মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি ও কথা মালার মাধ্যমে বোধন স্মরণ করে ১৯৭১ সালের পৃথিবীর ইতিহাসে বর্বরোচিত ভয়াল সেই পঁচিশে মার্চ কালরাত্রি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব নারায়ন প্রসাদ বিশ্বাস বলেন, স্বাধীনতার পর ৪৮ বছর পরও আমরা বোধন আবৃত্তি পরিষদ বিশ্বাস করি আগামী প্রজন্মকে আমাদের এই ইতিহাস
জানানো উচিত এবং দেশের প্রতি এ প্রজন্মের যে দায়বদ্ধতা ও ভালবাসা তা জাগ্রত করা বাঞ্ছনীয়। তাই প্রতিবছর এই আয়োজনের মধ্যে দিয়ে বীর শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। উক্ত অনুষ্ঠানে কথা মালায় ছিলেন প্যানেল মেয়র চৌধরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার। অনুষ্ঠানে বোধনের আবৃত্তি শিল্পীরা ছাড়াও আমন্ত্রিত শিল্পীদের মধ্যে আবৃত্তি করেন উচ্চারক আবৃত্তি কুঞ্জের সভাপতি ফারুক তাহের, ত্রিতরঙ্গ আবৃত্তি সংসদের সুপ্রিয়া চৌধুরী ও ঐশি
পাল, স্বপ্নযাত্রীর ফারজানা আকতার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মে র জেবুন নাহার শারমিন, তারুণ্যের উচ্ছাসের সস্মিতা দত্ত, অযান্ত্রিক’র ভা-ারী আরিফ, একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্রের অনির্বাণ চৌধুরী ও মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সাব্বির আহমেদ। বোধন আবৃত্তি পরিষদের আহ্বায়ক আবদুল হালিম দোভাষের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বোধনের ছোটদের ও বড়দের বৃন্দ পরিবেশনায় স্মরণ করা হয় স্বাধীনতা যুদ্ধে নিহত মহান শহীদদের। এছাড়া অনুষ্ঠানে দলীয় সঙ্গীত পরিবেশন করেন উদীচি শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম জেলা ও গীতধ্বনি সঙ্গীতাঙ্গণ।