মো বছির আহমেদ মির্জাপুর টাংগাইল
বাকি শুধুমাত্র আজকের রাতটুকু। রাত পোহালেই টাঙ্গাইলের মির্জাপুরে অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে পুরো উপজেলা জুড়ে কড়া নিরাপত্তা জোড়দার করা হয়েছে। উপজেলার ১২০ টি ভোট কেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সকল ধরণের সরঞ্জাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোট গ্রহণ কর্মকর্তা ২ হাজার ৬’শত, প্রিজাইডিং কর্মকর্তা ১২৬ জন ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৭৮৯ এবং পুলিং কর্মকর্তা ৬৭০ জন এ নির্বাচনে দায়িত্ব পালন করবেন।
এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের ৬ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশ ৫০০’র অধিক, ৩ প্লাটুন বিজিবি, র্যাবের বিশেষ টহল, পুলিশের মোবাইল টিম, ১৫০০ আনসার ও পুলিশের স্টাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এ এম শামসুজ্জামান।
মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১০ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ২২ হাজার ৮৯৮ জন। যার মধ্যে নারী ভোটার ১ লক্ষ ৬২ হাজার ৮৮৩ জন ও পুরুষ ভোটার ১ লক্ষ ৬০ হাজার ১৫ জন এবং মোট ১২০টি কেন্দ্রে চলবে ভোট গ্রহণ।
নির্বাচনের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবদুল মালেক সাংবাদিকদের বলেন, নির্বাচনকে অবাধ সুষ্ঠু করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এবং সকল জনগণ অংশ গ্রহণ করবে। ভোটারদের নিরাপত্তা দেবে প্রশাসন।