
৩১ মার্চ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টানা দুই বারের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু বিজয়ী হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ এম শামছুজ্জামান নির্বাচনের পর গণনা শেষে রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।এতে আ.লীগ মনোনীত প্রার্থী মীর এনায়েত
হোসেন মন্টু নৌকা প্রতীকে ৬৮ হাজার ৮৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি (স্বতন্ত্র) প্রার্থী ফিরোজ হায়দার খান (মোটরসাইকেল) প্রতীকে ভোট পেয়েছেন ৪২ হাজার ৩৩০, ন্যাশনাল পিপলস্ পার্টি থেকে মো. লাল মিয়া (আম) প্রতীকে ভোট পেয়েছেন ৪৮৪, স্বতন্ত্র রূপা রায় চৌধুরী (আনারস) প্রতীকে ভোট পেয়েছেন ৩৭২।এ ছাড়াও
এই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে টানা ২য় বারের মতো মীর্জা শামীমা আক্তার শিফা (কলস) প্রতীকে ৫১ হাজার ৩৭৬ ভোট এবং পুরুষ ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম (তালা) প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ৭১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।পুরুষ ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র থেকে মো. আবুল কাশেম (টিউবওয়েল) প্রতীকে ৪০ হাজার
১৯৪ ভোট, মো. সেলিম সিকদার (উড়োজাহাজ) প্রতীকে ভোট পেয়েছেন, ১৮ হাজার ৩৩৯। মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা সিদ্দিকী (ফুটবল) প্রতীকে ভোট পেয়েছেন, ৩৬ হাজার ৯০২ ও সালমা সালাম উর্মি (হাঁস) প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৮৮৮ ভোট।