হাসান আহমদ,ছাতক প্রতিনিধি:
ছাতক উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওঃ মোশাহিদ আলী বলেন- চলমান শতাব্দীর শ্রেষ্ঠ সম্পদ হলো জ্ঞান। বর্তমান বিশ্ব প্রতিযোগিতার যোগ। জীবন যুদ্ধে সফল হতে একজন শিক্ষার্থীকে অবশ্যই তার জ্ঞানের পরিধি বাড়াতে হবে। এ জন্য-ই পাঠ্যপুস্তকের পাশাপাশি তাকে অন্যান্য বই পড়তে হবে। প্রধান অতিথি ছাত্র সমাজকে উদ্দেশ্য করে বলেন- কখনো হাল ছেড়ে দিওনা, কিছু পরাজয় তোমাকে বিজেয়ের খেতাব দিবে। ছাতক উপজেলার এনেক্স ইয়াং সোসাইটি চেচানের, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বার্ষিক কুইজ প্রতিযোগিতা
২০১৯ইংরেজির পুরুস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৩১শে মার্চ রবিবার বিকাল ৩ ঘঠিকায় চেচান বাজারে সোসাইটির সভাপতি, এম,কে, আব্দুল মতিন খাঁনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন তালুকদারের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলার নবনির্বাচিত ভাইস- চেয়ারম্যান জনাব, আবু সাদাত মোঃ লাহিন ও নবনির্বাচিত মহিলা ভাইস- চেয়ারম্যান জনাবা,লিপি বেগম।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল
আবেদীন, ৮নং খুরমা দক্ষিণ ইউ/পির সদস্য গোলাম কিবরিয়া বাদল , ছাতক উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ্র, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১আসন ছাত্রলীগের সমন্বয় কমিটির সদস্য আতিকুর রহমান তালুকদার, ৪নং ওয়ার্ড এর মেম্বার সুহেল আহমেদ, মিজানুর রহমান তালুকদার আবু,ছাতক উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শফিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন, সোসাইটির সহ-সভাপতি সেবুল আহমদ,নূতন বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু রেহান, সিলেট জেলা ছাত্রলীগ নেতা শামীম
আলী,সালমান আহমদ রানা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, রেদ্বওয়ান আহমদ , শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাজ্জাদুর রহমান তালুকদার যুক্তরাজ্য প্রবাসী ইয়াছিন।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আহসানুল হক তানবির, মহিম তালুকদার, রেজা, সুজেল,আলমগীর,তুহিন, জুনেদ,জাকির ছাত্রলীগ নেতা লিটন তালুকদার প্রমুখ।
উক্ত কুইজ কুইজ প্রতিযোগিতায়- ১ম স্থান অর্জন করেন, আদনান আহমদ তালুকদার (সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ) , ২য় স্থান অর্জন করেন তাছলিমা বেগম (রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা,দশঘর), ৩য় স্থান রুহুল আমিন (নূতন বাজার দাখিল মাদ্রাসা) এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে প্রদান করা হয় শুভেচ্ছা স্মারক।