
মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধি
বিজিবি’র সূত্রে জানা যায়, বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া মেইন সড়কে হতে (৩১ই মার্চ) রবিবার রাতে ৮০ পিস হেপাটাইটিস বি ভ্যাকসিন ও ১টি মোটর সাইকেলসহ মোঃ রুবেল হোসেন(২৫)কে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র ) সদস্যরা। আটক মোঃ রুবেল হোসেন বেনাপোল, আমড়াখালী গ্রামের -মৃত নুরুল ইসলাম এর ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ ২১ (বিজিবি) অধিনায়ক ইমরান উল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন। আটককৃত আসামী ও মালামাল বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃত ভ্যাকসিন ও মোটর সাইকেলের আনুমানিক মূল্য দুই লক্ষ বিশ হাজার টাকা ।