জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম দক্সিণ জেলা সাধারণ সম্পাদক জননেতা নুরুচ্ছাফা সরকার বলেছেন দেশের যুব সমাজ বেকারত্বের অভিশাপ নিয়ে হতাশায় নিমজ্জিত। হতাশা থেকে দেশের ভবিষ্যত কা-ারী যুব সমাজ মাদক, ছিনতাইসহ নানা রকম সমাজ বিরোধী কর্মকা-ে জড়িয়ে পড়েছে। জাতীয় পার্টির ৯ বছরের শাসনামলে দেশে বেকারত্ব নৈরাজ্য ছিলো না। বর্তমান সরকার নানামূখী পদক্ষেপ গ্রহণ করেও সুষ্ঠু-নীতিমালার অভাবে বেকার সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে। তিনি সমৃদ্ধ দেশ গঠনে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্বের অভিষাপ থেকে যুব
সমাজকে মুক্তি দিতে কার্যকর উদ্যোগ গ্রহণে সরকারের কাছে জোর দাবী জানান। তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে সম্পদে পরিণত করতে পল্লীবন্ধুর যোগ্য নেতৃত্বে দেশ প্রেমিক সরকার গঠনে সকল শ্রেণি পেশার মানুষকে জাতীয় পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত্ব আহ্বান জানান। আজ ২ এপ্রিল বিকাল ৪ টায় জাতীয় যুব সংহতির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতির উদ্যোগে আয়োজিত সভায় জেলা সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত
সাধারণ সম্পাদক রুপেশ সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও কর্ণফুলী থানার সভাপতি আলহাজ্ব বোরহান উদ্দিন ফারুকী, আনোয়ারা উপজেলা সভাপতি আলহাজ্ব আব্দুর রব চৌধুরী টিপু, জেলা অর্থ সম্পাদক ও কর্ণফুলী থানার সাধারণ সম্পাদক মাহমুদুল হক বেঙ্গল, আনোয়ারা উপজেলার সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক হারুন উর রশিদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব সংহতির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, জেলা যুব
সংহতির সহ-সভাপতি মোঃ জামাল, মোঃ ফরিদ সরকার, পটিয়া উপজেলা সভাপতি দিদারুল আলম, সাতকানিয়া উপজেলা সভাপতি মতিউর রহমান ফরহাদী, পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোঃ রুবেল, যুব সংহতির প্রচার সম্পাদক আব্দুল হাকিম, কর্ণফুলী উপজেলার সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম প্রমুখ।