বানানী ট্রাজেডির পর শিশু নাই়মকে পাঁচ হাজার ডলার পুরস্কার এর ঘোষণা করার পর মিডিয়া জগতে তোলপাড় সৃষ্টি হয়েছে এদিকে নাঈম এর ইন্টারভিউ নিতে গিয়ে অভিনেতা জয়ের সেই ভিডিও ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছেন আমেরিকান প্রবাসী ওমর ফারুক ছামী তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেন আমি কেন নাঈমের জন্য ভালবাসা দেখালাম। ওমর ফারুক
ছামি বলেন আপনারা জানেনকই একদিন পূর্বে রাজধানী বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার পর হাজার হাজার জনতা যখন সেলফি ও -ভিডিও নিয়ে অস্থির ছিলো, ঠিক সেই মূহুর্তে ফায়ার সার্ভিসের একটি পাইপের ছিদ্র হয়ে পানি বেরিয়ে যাচ্ছে তখন পাইপ শক্ত করে ধরে ছিলো নাঈম নামে এক ছোট্ট শিশু। সেই নাঈমের পাইপ ধরার একটি স্থির চিত্র সামজিক
যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছিল। স্বাভাবিক নিয়মে ছবিটি আমার টাইমলাইনে আসে এবং আমার হৃদয়ে নাড়া দেয়। আমি ছোট নাঈমের কাজে খুবই খুশি হয়েছি। তার জন্য তখনই মন থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জন্ম নেয়। সাথেসাথে যুক্তরাষ্ট্রে বসবাসরত আমার বন্ধু সাংবাদিক আওয়াজবিডির সম্পাদক শাহ আহমদকে ফোন করি ছেলেটির বেপারে সন্ধান দিতে
অনুরোধ জানাই। সাংবাদিক শাহ আহমদ আমার কথায় দেশের সাংবাদিকদের মাধ্যমে নাঈম ও তার মায়ের সাথে যোগাযোগ করিয়ে দেয়। নাঈমের মায়ের কাছ থেকে জানতে পারি সে খুব কষ্ট করে লেখাপড়া করছে, সে পুলিশ অফিসার হতে চায়। তাৎক্ষণিক আমার মাথায় আসলো ছেলেটের পাশে দাঁড়ানো উচিত। দয়া কিংবা নামের জন্য নয় বরং একজন মানবতাবাদীর
পাঁশে দাঁড়ানোকে দায়িত্ব মনে করে বড় ভাই হিসেবে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেই। খুব শীঘ্রই আমার আব্বা নাঈমের বাসায় যাবেন এবং বিস্তারিত আলাপ করে টাকা দেওয়ার মাধ্যম জানাবেন। নাঈমের সাথে আমি দুবার কথা বলেছি সে আমার জন্য দোয়া করছে এবং বলেছে ভবিষ্যতে সুযোগ হলে দেখা করবে। সেই আমার সাথে এদিকে আমার এই ঘোষণার পর
আওয়াজবিডির মাধ্যমে সারাদেশে প্রচার হয়ে যায়। দেশের প্রায় সব প্রিন্ট, মিডিয়া অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার হতে থাকে যদিও এই প্রচারণায় আমার কোন ইচ্ছে ছিল না। এদিকে সংবাদটি শুনে আমার ফেসবুকে অগণিত বার্তা আসতে থাকে। বার্তাতে সবাই মানবতার পক্ষে দাঁড়ানোয় অনুপ্রেরণা দিয়েছেন। সকল বার্তার জবাবে একটা কথাই বলব বিষয়টা ছিল
কেবল মানবতা ও ভালোবাসা। প্রিয় জন্মভূমিতে নাঈমদের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাক এই দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে একটাই চাওয়া নাঈমদের সুযোগ করে দিন নাঈমরা আপনাকে একটি মানবতাবাদী পরিবেশ
উপহার দেবে। আগ্রমী দিনে এদিকে নাঈম এর কাছ থেকে শাহারীয়ার নাজিম জয় ইন্টারভিউ নেয়ার পরে কোন মন্তব্য পাওয়া যায়নি ওমর ফারুক ছামীর