
ক্রাইস্টচার্চে হামলাকারীর বিরুদ্ধে ৫০ খুনের অভিযোগ নিউজিল্যান্ডের দুটি মসজিদে হামলাকারী অস্ট্রেলিয়ান নাগরিকের বিরুদ্ধে ৫০ খুনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে ৩৯টি ‘অ্যাটেম্পট মার্ডার’-এর অভিযোগ আনা হয়েছে। আজ বৃহস্পতিবার নিউজিল্যান্ডের পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, অন্য অভিযোগগুলো
বিবেচনাধীন রয়েছে। গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের দুটি মসজিদে হামলা চালিয়ে ৫০ জন মুসল্লিকে হত্যা করে অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট(২৮)। শ্বেতাঙ্গ বর্ণবাদী এই লোকের বিরুদ্ধে এর আগে একটি খুনের অভিযোগ আনা হয়েছিল। আগামীকাল শুক্রবার তাকে আবার আদালতে উপস্থিত করা হবে বলে জানা গেছে।