
দীর্ঘদিন পর নারায়ণগঞ্জের রাজপথে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। তবে বেশিদূর এগোতে পারেনি। পুলিশের বাধার মুখে পড়ে পণ্ড হয়ে যায় মিছিলটি।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার জেলা যুবদলের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিলটি করতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ।বিক্ষোভ মিছিল উপলক্ষে নেতাকর্মীরা সকাল থেকেই
জড়ো হতে থাকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পিছনে বালুর মাঠে ।সকাল দশটার দিকে বিক্ষোভ মিছিল শুরু করে জেলা যুবদল। এসময় যুবদলের নেতাকর্মীদের মুখে একটাই শ্লোগান ছিল- ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই।’ যুবদলের মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে চাষাড়া শহীদ মিনারের দিকে আসতে থাকলে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের
সামনে সদর মডেল থানার ওসি (অপারেশন) জয়নাল আবেদীন এসে বাধা দেন। পুলিশের বাধার মুখে পড়ে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) জয়নাল আবেদীন জানান, জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মিছিল করায় যুবদলের মিছিলটি ছত্রভঙ্গ করে দিয়েছি।