ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক তরুণ নিহত হয়েছেন।উপজেলার অরুয়াইল পুলিশ ফাঁড়ির এসআই মো. জাকির হোসেন খন্দকার জানান, আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ইছড়া গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।তবে কী নিয়ে দ্বন্দ্ব সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি।পুলিশ এ ঘটনায় এখনও
কাউকে গ্রেপ্তার করতে পারেনি।স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় রোকনের সঙ্গে এলাকার কয়েকজনের বাগবিতণ্ডা হয়। পরে তা নিয়ে সালিশ-বৈঠকও হয়। কিন্তু এতে কোনো সমাধান হয়নি। এর জেরে বৃহস্পতিবার সকালে হামলা করলে রোকন মিয়া
গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এসআই জাকির বলেন, পুলিশ ঘটনা তদন্ত করছে। মামলার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।