মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধি
২৪ জন বাংলাদেশিকে অবৈধ পথে ভারতে পাচার হওয়ার পর দুই থেকে চার বছর পর ফেরত দিয়েছে ভারত সরকার।ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ১১ জন কিশোর ও ১৩ জন যুবক রয়েছে। এদের বাড়ি নড়াইল সাতক্ষীরা, যশোরসহ বাংলাদেশের বিভিন্ন জেলায়। ৫ই এপ্রিল (শুক্রবার) ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে দেয়। পরবর্তীতে ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে ফিরিয়ে দিতে রাইটস যশোর নামে
একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করবে। জানা যায়, সংসারে অভাব-অনটনের কারণে দুই থেকে চার বছর আগে ভারতের উদ্দ্যেশ্যে এসব বাংলাদেশি কিশোর-যুবকরা ভাল কাজের আশায় দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে যাওয়ার পরে দালালের চক্রের পরে এরা ভাল কাজের প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের ফেলে পালিয়ে যায় দালালরা। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ বিভিন্ন স্থান থেকে আটক করলে অন্ধ্রপ্রদেশের ভিজাপুর করনেটো জেলহাজতে ঠায় হয় তাদের। সেখান থেকে তালাশ
অ্যাসোসিয়েশন নামে ভারতের একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ২৪ বাংলাদেশি ফেরত আসার বিষয়টি ভারতীয় ইমিগ্রেশনের পক্ষ থেকে তাদেরকে জানানো
হয়। রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান ২৪ জন বাংলাদেশিদের ফেরত আসার বিষয়টি নিশ্চিত করেন। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চায় তবে তাদের আইনি সহয়তা দেওয়া হবে বলেও জানান এই এনজিও কর্মকর্তা। এ সময় আবুল বাশার বলেন, অবৈধ ভাবে কোন বাংলাদেশী দেশের বাইরে অবৈধভাবে না যাওয়ার জন্য সতর্ক করেন তিনি।