
ছাতক প্রতিনিধি:
ছাতকে চাচতো ভাইয়ের হামলায় নিহত হয়েছে আব্দুল হামিদ(৩৮) নামের এক ব্যক্তি। শনিবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নিজগগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল হামিদ গ্রামের তমজিদ মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে আব্দুল হামিদ ও তার চাচাতো ভাই সানোয়ারের মধ্যে পারিবারিক বিরোধ চলে
আসছিল। শনিবার পূর্ব বিরোধের জের ধরে মৃত মন্তাজ আলীর পুত্র সানোয়ার ও সারোয়ার তাদের চাচাতো ভাই আব্দুল হামিদ ও আব্দুল আহাদের মধ্যে বাক-বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ক্ষীপ্ত হয়ে সানোয়ার ও সারোয়ার দা- দিয়ে কুপিয়ে আব্দুল হামিদ ও আব্দুল আহাদকে গুরুতর আহত করে। আশংকাজনকভাবে আব্দুল
হামিদ ও আব্দুল আহাদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আব্দুল হামিদের মৃত্যু ঘটে। আহত আব্দুল আহাদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাতক থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।