মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে ৮০ গ্রাম হেরোইনসহ এক মাদক বিক্রেতা দম্পতিকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বানাইল ইউনিয়নের ভুষুন্ডি উত্তর পাড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী মোসাঃ শম্পা বেগম (২০)। বুধবার (১০ এপ্রিল) দিবাগত রাতে গ্রেফতারকৃতদের
নিজ বাড়িতে অভিযান চালিয়ে হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এক সময়ের গামের্ন্টস কর্মী নজরুল চাকুরী ছেড়ে এলাকায় এসে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃত নজরুল
ইতোপূর্বেও মাদকসহ মির্জাপুর থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। নজরুল ইসলাম ও তার স্ত্রী শম্পা বেগমকে গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানা অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক।