আগুনে পুড়িয়ে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আরেক আসামি শাহাদাতকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করা হয়েছে।জানা যায়, শুক্রবার রাত প্রায় পৌনে একটার দিকে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।আগে শুক্রবার দুপুরে ময়মনসিংহের ভালুকা থেকে এ
মামলার আরেক প্রধান আসামী নুর উদ্দিনকে গ্রেফতার করা হয়েছিল। তারও আগে বৃহস্পতিবার মকসুদ আলম কাউন্সিলরকে ঢাকার ফকিরাপুল এলাকা থেকে গ্রেফতার করে পিবিআই।সোনাগাজী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদরাসার পিয়ন নুরুল আমিন জানান, নুসরাত হত্যার কিলিং স্কোয়াডে থাকা বোরকাপরা চারজনের সঙ্গে নুর উদ্দিন ও শাহাদাতের
যোগসাজস থাকতে পারে। তারা যখন-তখন অধ্যক্ষ সিরাজ উদ দৌলার কক্ষে অবাধে যাতায়াত করতেন।জানা গেছে, সোনাগাজী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদরাসায় কেন্দ্রীয় ছাত্রলীগ অনুমোদিত কোন কমিটি না থাকলেও শাহাদাত ছিলেন অধ্যক্ষ সিরাজ ঘোষিত ছাত্রলীগ সভাপতি।