নিজস্ব প্রতিবেদক:
এবারের বাংলা নববর্ষ পহেলা বৈশাখী উৎসবে তাদের সাথে যাদের নুন আনতে পান্তা ফুরায়” এই শ্লোগানকে সামনে রেখে ১লা বৈশাখ সামাজিক সংগঠন ‘স্বজন’ এবং ‘মানবতার মঞ্চ’ এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয় পথ শিশু এবং বৃদ্ধদের জন্য বাংলা বর্ষবরণে বাঙ্গালীর ঐতিহ্যবাহী খাবার পান্তা-ইলিশের। নগরীর মিসকীন শাহ মাজার, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল গেইট, বদনা শাহ মাজার, চকবাজার মোড় এবং বাকলিয়ার অলিগলিতে প্রায় ২শতাধিক অসহায় পথ শিশু এবং বৃদ্ধদের মাঝে এই পান্তা-ইলিশ বিতরণ করা হয়।এই ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত
জানিয়েছেন সুশীল সমাজের লোকজন। তারা মনে করেন এই ধরণের কর্মকান্ড সমাজে সমতা বয়ে আনবে। অনেকেই মানবতা এবং উদারতা অনুশীলনে সচেষ্ট হবে। অসহায় শিশু এবং বৃদ্ধরা পান্তা ইলিশ খেতে পেরে অনেক আনন্দিত হয়। আনন্দে অনেকের চোখ জলে ছলছল করতেও দেখা যায়। আয়োজন সম্পর্কে জানতে চাইলে সংগঠনের প্রধান সমন্বয়কারী তরুণ সমাজ সেবক এবং মানবাধিকার কর্মী মুহিউদ্দিন চৌধুরী জিকু বলেন, “হটাৎ মনে হল ইলিশের যা দাম আর পান্তা ইলিশের যা কদর গরীবতো দূরের কথা, মধ্যবিত্তদেরও ইলিশের নাম নেওয়া পাপ। এবার বৈশাখে
যদি পান্তা ইলিশ তাদের জন্য হয়, যাদের নুন আনতে পান্তা ফুরায় তাহলে কেমন হয়? ভাবতেই কেমন জানি আনন্দ পেলাম। পান্তা ইলিশ সেটাও আবার তাদের জন্য যাদের কাছে এটা স্বপ্ন ! যাই হোক অসহায় শিশু এবং বয়স্কদের মুখে পান্তা ইলিশ তুলে দিতে পেরে খুবই আনন্দ লাগতেছে। আগামীতে আমি অসহায়দের জন্য আরো ব্যতিক্রমী কিছু করতে চাই। আর এজন্য সমাজের
বিত্তবানদের সামান্য সহযোগীতা প্রয়োজন।”আয়োজন সফল করতে বিভিন্নভাবে সহযোগীতা করেন হাজী মো: হারুন, মঞ্জুরুল হক, রিয়াজ, মেরিন, মাঈশা,আজিজ,সাইমুন, বেলাল উদ্দীন, জিয়াউল হক মোঃ মোসলেম উদ্দিন (ইমন) ,সাদ্দাম হোসাইন সাজ্জাদসহ আরো অনেকে।