শ্রীলংকায় মানবতাবিরোধী জঙ্গিবাদী গোষ্ঠীর আত্মঘাতী সিরিজ বোমা হামলায় নিহত বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এম.পি’র নাতি জায়ান চৌধুরী ও আরো ৩৬০ জনের স্মরণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ বাদ জুমা মুসাফিরখানা জামে মসজিদে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পূর্ব মুছল্লী সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, ধর্মীয় উগ্রবাদ বিশ্বশান্তি ও মানবতার প্রধান শত্রু। এদের দেশ নেই,
জাতি নেই, ধর্ম নেই, এমনকি সামাজিক বন্ধনও নেই। এদের আক্রমনের লক্ষ্যবস্তু শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং রাষ্ট্রের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানগুলো। একজন প্রকৃত ধার্মিক হিসেবে এই ধর্মান্ধ জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারলে মানবসভ্যতা নিশ্চিহ্ন হয়ে যাবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেন, যুগে যুগে দেখা গেছে একটি অপশক্তি ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিশ্বমানবতাকে ধ্বংস করার অপচেষ্টা চালিয়েছে। ১৯৭১ সালের আমাদের দেশে ধর্মান্ধ অপশক্তি ইসলামের নামে পাকিস্তান
রক্ষার জন্য নারী ধর্ষণ, হত্যা, লুটত্বরাজ সহ নানা ধরণের অপকর্ম করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে জাতিকে পাপমুক্ত করেছেন। শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এদেশ থেকে জঙ্গিবাদী অপতৎপরতা বন্ধ করলেও ঐ অপশক্তি এখনো নির্মূল হয়নি। তাই আমাদের প্রত্যেককে নিষ্ঠার সাথে জঙ্গিবাদ নির্মূলে যার যার অবস্থান থেকে অবদান রেখে যেতে হবে। মুসাফিরখানা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা কাজী জুবায়ের হোসাইনের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের
সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক এড. ইফতেখার সাইমুল চৌধুরী, ত্রাণ সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, শ্রম সম্পাদক আবদুল আহাদ, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, উপ-প্রচার সম্পাদক শহিদুল আলম, কার্যনির্বাহী সদস্য জাফর আলম চৌধুরী, থানা আওয়ামী লীগের সিদ্দিক আলম, ওয়ার্ড আওয়ামী লীগের এরশাদ মামুন প্রমুখ।