মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায় ২৬ এপ্রিল শুক্রবার র্যাব-১২ সিপিসি-৩,টাঙ্গাইল ও ঘাটাইল থানা পুলিশ পরিদর্শক সবুজ মিয়াসহ পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলো উপজেলার
গড়জনা গ্রামের সুজাত আলীর ছেলে সাজ্জাদ (৩০)ঘাটাইল মসজিদের পাশে মিজানুর রহমান তালুকদারের ছেলে টিটু তালুকদার (৩৫)চান্দসি উত্তর পাড়া ইয়ার মাহমুদের ছেলে সোলায়মান (৩০) ও খরাবর হালুয়া পাড়া মৃত্যু হেলাল উদ্দিনের ছেলে সবুজ (২৫)।আটককালে তাদের নিকট১৮ পিস ইয়াবা পাওয়া গেছে। পরে তাদের টাঙ্গাইল জেল হাজতে বিচারের নিমিত্তে প্রেরন করা হয়েছে।