
শেখ মুজিবর রহমানের নামে তথা ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ বন্দর নগর চট্টগ্রামে অবস্থিত পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ২৮ এপ্রিল রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিটি উক্ত কমিটির ‘ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ এর কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী বাবু,সাংগঠনিক সম্পাদক রবিউল আলম জুয়েল দ্বারা সাক্ষরিত ছিলো। পিসিআইইউ শাখার কমিটিতে জুয়েল রানা তাহিনকে সভাপতি,জাহেদুল ইসলাম নয়ন কে
সাধারণ সম্পাদক করে মোট ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।উক্ত কমিটিতে সহ সভাপতি পদে আবু রায়হান,মোহাম্মদ আইয়ুব,অপূর্ব বড়ুয়া মিশু ও রাকিবুল ইসলামসহ মোট চার জনের নাম ঘোষণা করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে মাহাদী হাসান শাওন,আরফাতুল হক ও সাংগঠনিক সম্পাদক পদে আহসানুল কবির পায়েল,হাবিব উল্লাহ,জেকু চাকমার নাম ঘোষণা করা হয়েছে।এদিকে গতবারের কমিটিতে সভাপতি পদে হারুনুর রশিদ জিপন ও সাধারণ সম্পাদক পদে মনির উদ্দীন দায়িত্বরত ছিলেন।