মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ
যশোর বেনাপোলের পুটখালী সীমান্তে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা। আটক আব্দুল্লাহ বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারপোতা গ্রামের মুনসুর আলীর ছেলে। বুধবার (১লা মে) বিকালে পুটখালী ক্যাম্পের বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহকে
হাতেনাতে আটক করেন।২১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদে জানতে পারি মাদক কারবারীরা ভারত থেকে ইয়াবা ট্যাবলেট এনে শিবনাথপুর বারপোতা একটি মাছের ঘেরের মধ্যে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহকে হাতেনাতে আটক করে।তিনি আরো জানান,আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।