
চট্টগ্রাম অ লে আবাসিক গ্যাস সংযোগের দাবিতে ৩০ এপ্রিল, বেলা ১২ ঘটিকার সময় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড ঠিকাদার কল্যাণ সমিতির উদ্যোগে মাননীয় প্রধান মন্ত্রী বরাবরে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন’র মাধ্যমে স্মারক লিপি প্রদান করা হয়। দীর্ঘ দিন যাবৎ চট্টগ্রাম এলাকায় আবাসিক গ্রাহকদের চাহিদা পত্রের সকল টাকা পরিশোধ করেও গ্যাস সংযোগ পাচ্ছে না। গ্যাস সংযোগ এর দাবিতে কেজিডিসিএল ঠিকাদার কল্যাণ সমিতির উদ্যোগে স্মারক লিপি প্রদান কালে নেতৃবৃন্দ জেলা প্রশাসককে উদ্দেশ্য করে বলেন,
চট্টগ্রাম উন্নয়নের চালিকা শক্তিকে আরো শক্তিশালী করতে হলে অবশ্যই আবাসিক গ্যাস সংযোগ চালু করা প্রয়োজন। রান্নার কাজে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিস্ফরণে বহু লোক আহত ও নিহত হয়েছে। পাইপ লাইনের মাধ্যমে গ্যাস গৃহস্থলি কাজে ব্যবহার একটি নিরাপদ জ্বালানি। একটি সিএনজি স্টেশনে যে পরিমাণ গ্যাস গাড়িতে ব্যবহার হয় চট্টগ্রাম অ লে ২৫ হাজারের অধিক আবাসিক গ্রাহককে গ্যাস সংযোগ প্রদান করিলে সে পরিমাণ গ্যাসের প্রয়োজন হবে না। এটি একটি উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটি মহল আবাসিক গ্যাস
সংযোগকে বন্ধ রেখেছেন। আগামী দিনে আবাসিক খাতে গ্যাস সংযোগ প্রদান করা না হলে চট্টগ্রাম গ্রাহক পরিষদ, চট্টগ্রাম উন্নয়ন পরিষদ, চট্টগ্রাম গ্রাহক ঐক্য জোট, গণ অধিকার ফোরামের নেতৃবৃন্দুদেরকে সাথে নিয়ে এই দাবি বাস্তবায়নে আন্দোলনকে আরো বেগবান করা হবে। চট্টগ্রাম জেলা প্রশাসক দায়িত্বপ্রাপ্ত দেলোয়ার হোসেনকে স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন
কেজিডিসিএল ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মুহাম্মদ ইকরাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন, চট্টগ্রাম গ্রাহক পরিষদের সভাপতি জাফর আহমদ, সমিতির সিনিয়র সহ-সভাপতি হারুন সাহেদ, দেলোয়ার হোসেন পাঠোয়ারী, ফারুক আকবর, শামীম পারভেজ, নুর নবী, জহির, চট্টগ্রাম গ্রাহক পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল বাশার, সহ-সভাপতি আব্দুল মান্নান, মোস্তফা কামাল, এম.এ হান্নান, মো: ইকবালসহ ঠিকাদার কল্যাণ সমিতি ও গ্রাহক পরিষদের নেতৃবৃন্দ।