অদ্য ১ মে, বিকাল ৪ ঘটিকায় চট্টগ্রাম নগরীর পাথরঘাটা আশরাফ আলী রোডস্থ ৩৪ নং ওয়ার্ড চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু তালেব চৌধুরীর বাসভবন প্রাঙ্গণে কোতোয়ালী থানা আওয়ামীলীগ নেতা বাবু দীপক ভট্টাচার্যের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা দিলিপ রুদ্রের স ালনায় পাথরঘাটা আওয়ামী পরিবারের উদ্যোগে এক বিশাল মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সহ-
সভাপতি মশিউর রহমান রোকন। বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আবু মোঃ রাশেদ চৌধুরী, কোতোয়ালী থানা আওয়ামী লীগ নেতা মোঃ আবদুস সালাম, মোঃ সালাহ উদ্দিন, মাস্টার জসিম উদ্দিন, উত্তম দাশ। সমাবেশে বক্তারা বলেন, বিশ্বব্যাপী মাদক ও জঙ্গিবাদ ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মাদক ও জঙ্গিবাদ হ্রাস এবং নির্মূল হবে আমাদের চিন্তা-চেতনা এবং মনোজগতের পরিবর্তনের মধ্যদিয়ে। আর এজন্য জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস নির্মূলে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়, সামাজিক সংগঠনসহ অন্যান্য প্রতিষ্ঠানকে এগিয়ে
আসতে হবে।’ ‘গবেষণায় দেখা যায় কতিপয় অসাধু ও স্বার্থানেষী মহল ধর্মগ্রন্থের অপব্যাখ্যার মাধ্যমে সমাজে ভিন্ন মতালম্বীদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ, বিদ্বেষ ও জঙ্গিবাদ ছড়াচ্ছে। সামাজিক ও পারিবারিক বন্ধন হ্রাসের কারণে সন্ত্রাস ও মাদকের ধ্বংসাত্মক প্রভাব ফেলছে। সমাজ থেকে জঙ্গি, সন্ত্রাস ও মাদক নির্মূলে আমাদের পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি শিশু, কিশোর ও যুবকদের জন্য পর্যাপ্ত খেলাধুলা ও সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে হবে। সমাজে কেউ যাতে কোন অপতৎপরতা না করতে পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে এবং আইন-
শৃংঙ্খলা নিয়ন্ত্রণকারীদের সহযোগিতা করতে হবে।এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এড. তপন কুমার দাশ, আবু বক্কর, সৈয়দ আহমদ সাঈদ, মোঃ ওমর ফারুক, এড. উজ্জ্বল দাশ, প্রকাশ জৈন, মোঃ এনামুল হক, আবদুর নূর আইয়ুব, প্রদীপ দাশ, ওয়ার্ড যুবলীগ নেতা সুফি মোঃ দিদার, আফজাল হোসেন আজু, শুভ দাশ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সাধন দাশ, ওয়ার্ড ছাত্রলীগ নেতা শওকত ওসমান তানজির, দেব জয় দে, সৌরভ দেওয়ানজী, অন্তু দাশ, পুজন দে, রাজু প্রমুখ।