চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র, বীর মুক্তিযোদ্ধা মরহুম এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী প্রতিষ্ঠিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি জিইসি ক্যাম্পাসের উদ্যোগে তাঁরই নামাঙ্কিত ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান মাসে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের তত্ত্বাবধানে এতে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি ইফতার মাহফিল পূর্ব ধর্মতাত্ত্বিক আলোচনায় রমজানের গুরুত্বারোপ সম্পর্কে আলোকপাত করেন ইফতার মাহফিলে মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা জিল্লুর রহমান
হাবিবী। এসময় সমবেত রোজাদারদের উদ্দেশ্যে নিজেদের মনকে শুদ্ধ করে অনাচার-দূরাচার মুক্ত হয়ে মানুষের সেবায় নিয়োজিত হওয়ার রমজান মাসের তাৎপর্যকে গ্রহণ ও ধারণ করার আহ্বান জানানো হয়। ধর্ম-বর্ণ, ধনী-গরিব-নির্বিশেষে এই আয়োজনে যারা শরীক হয়ে ইফতার গ্রহণ করেছেন তাদেরকে মহান সৃষ্টিকর্তার উদ্দেশকে ইসলাম, মানবতা, বিশ্ববাসী এবং ধর্মীয় দীক্ষায়
মানবিক চেতনায় আল্লাহ-রসুলের পথে নির্দেশিত হওয়ার আহ্বান জানানো হয়। মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন আর্তমানবতা ও সমাজ প্রগতির পাশে থাকবে। এসময় উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক নেতা আবুল হোসেন আবু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন, কেন্দ্রীয় ছাত্রলীগের আবদুর রহিম শামীম, মুনতাসির মুন, শামীম আজাদ প্রমুখ।