মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত যুবকের (২৩) লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। গত সোমবার (৩ জুন) সকালে উপজেলার বাওয়ার কুমারজানি (মা’সিএনজি ফিলিং স্টেশনের পূর্ব পার্শ্ব) এলাকা থেকে এই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে সড়ক দূর্ঘটনায় তার মৃত হয় বলে ধারণা করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের ঐ স্থানে নিহতের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। নিহতের শরীরে অনেক ক্ষত সৃষ্টি হয়েছে। নিহতের পড়নে শার্ট ও লুঙ্গি ছাড়া
অন্য কিছু না থাকায় লাশটির পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে নিহতের শরীরের কোমড় থেকে হাটু পর্যন্ত ক্ষতবিক্ষত লক্ষ করা গেছে।এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ও মামলা প্রক্রিয়াধীন। নিহতের পরিচয় পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে পুলিশের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে তবে লাশের কোন ঠিকানা বা পরিচয় এখনো পর্যন্ত মিলেনি আমাদের কাছে