নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বহদ্দারহাটে (শাওমি)এম.আই মোবাইল শো-রুমের ঝমকালো উদ্বোধন ১৪ই জুন বিকালে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট মোড়ে ম্যানিলা টাওয়ারের নীচ তলায় বর্তমান বিশ্বের সাড়া জাগানো মোবাইল ফোন (শাওমি)এম.আই শো-রুম মাঝে এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উদ্ধোধক ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক এম.রেজাউল করিম। এসময় তিনি তরুণ উদ্যোক্তা শো-রুম তথা মা এন্টারপ্রাইজ এর সম্মানিত চেয়ারম্যান এম. মঞ্জুর আলমকে ধন্যবাদ জানান এবং তরুণদেরকে অন্যান্য কর্মকান্ড
থেকে সরে এসে ব্যবসায় মনোনিবেশ করে নতুন কর্মসংস্থান সৃষ্টির উধাত্ব আহ্বান জানান। তিনি আরো বলেন, ব্যবসায়ীরা যাতে নির্ভয়ে ব্যবসা করতে পারে সেজন্য সরকারের কড়া নির্দেশে প্রশাসন তৎপর রয়েছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত শো-রুম তথা মা এন্টারপ্রাইজ এর সম্মানিত চেয়ারম্যান এম. মঞ্জুর আলম,সাংবাদিক এম.হান্নান রহিম তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী মোসলেম উদ্দিন ইমন, সাংবাদিক আওলাদ হোছাইন, সাংবাদিক সমীরণ পাল, সংস্কৃতি কর্মী মুন, সেলস অফিসার মোঃ ফারুক এবং মোঃ আব্বাছসহ আরো অনেকে।- বিজ্ঞপ্তি