
রবিন হোসেন তাসকিন লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাঈনুদ্দিন ইফতিকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা করে । বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার কালিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ইফতির চিৎকার শুনে এলাকাবাসী এসে রক্তাক্ত জখম হয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে সিটি হাসপাতালে ভর্তি করা হয়।খবর পেয়ে জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন
টিপু, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ সদস্য ও জেলা ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক মনিরুজ্জামান পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ দলীয় নেতাকর্মীরা আহত ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তার অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের বিভিন্ন স্থানে
অন্ততপক্ষে ১০টি মারাত্মক জখম রয়েছে। লক্ষ্মীপুর মডেল থানার ওসি মোহাম্মদ আজিজুর রহমান জানান, ছাত্রলীগ নেতার উপর হামলার ঘটনায় ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে।
লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ সদস্য মনিরুজ্জামান পাটোয়ারী মাঈনুদ্দিন ইফতির মতো পরিচ্ছন্ন ছাত্রনেতাকে হত্যার উদ্দেশ্যে আক্রমনে কারা মদদদাতা ও কারা সুবিধাভোগী তা উদঘাটনের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন।