
ছাতক প্রতিনিধি:
ছাতকের জাউয়াবাজার ব্যবসায়ী সমবায় সমিতি রেজি নং-সুনাম-৪৮/১৬) এর ত্রি-বার্ষিক নির্বাচন ২১ জুন শুক্রবার। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে জাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ নির্বাচনে ৩শ’ ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিভিন্ন পদে প্রার্থী রয়েছেন ১৬ জন। জানা যায়, গেল ৮ জুন প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র ক্রয় করে নির্ধারিত ১০ জুন জমা দেন। ১২ জুন যাচাই-বাচাই ও প্রত্যাহারের সময়সীমা শেষে ওই দিন প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ হয়। প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় কোষাধ্যক্ষ
পদে সিলেকশনে নির্বাচিত হন উজ্জল মিয়া। এছাড়া অন্যান্য পদে প্রার্থীরা তাদের পক্ষে বেশ জমজমাট প্রচার-প্রচারণা শুরু করেন। ২১ জুন নির্বাচনকে সামনে রেখে বিরামহীন প্রচার-প্রচারনা শেষ হয়েছে বুধবার রাত ১২টায়। একদিন পর ভোট গ্রহণ কবে। এ নির্বাচনে সভাপতি পদে সদ্য সাবেক সভাপতি আসাদুর রহমান (চাকা) ও আজাদ মিয়া রিকশা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি পদে সাইদুল ইসলাম (ফুটবল) ও গিয়াস উদ্দিন (টিবওয়েল), সাধারণ সম্পাদক পদে কামাল উদ্দিন (চেয়ার) ও সহ-সাধারণ সম্পাদক পদে নুর মিয়া (ছাতা) প্রতিক নিয়ে মাঠে
আছেন। এছাড়া সদস্য পদে প্রার্থী রয়েছেন ১০জন। তারা হলেন, সাংবাদিক মাওলানা জুনাইদ আহমদ (ডাব), এম এ কাদির (ঘোড়া), সাহেদ আহমদ (বই), সুয়েব তালুকদার (কলস), জিতেন্দ্র দাস (পানপাতা), অজিত কুমার দাস (আম), মাওলানা জুবায়ের আহমদ (চশমা), মাওলানা আলী আহমদ (মাছ), সালা উদ্দিন বাদশা (আনারস), সিরাজুল ইসলাম (ফ্যান)। এ নির্বাচনে প্রধান ও সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন, শিক্ষক দ্বিগেন্দ্র কুমার তালুকদার, মিছবাহউজ্জামন শিলু ও মাহমুদ আলী। এদিকে জাউয়াবাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে সদস্য
পদপ্রার্থী, ছাতক প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা জুনাইদ আহমদের (ডাব) প্রতিকের সমর্থনে বুধবার সন্ধ্যায় জাউয়াবাজারে ভোটার ও ব্যবসায়ীবৃন্দের সাথে পৃথক মতবিনিময় ও গণসংযোগ করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ ও সদস্য মোশাহিদ আলী। এসময় সদস্য প্রার্থী সাংবাদিক মাওলানা জুনাইদ আহমদসহ স্থানীয় ব্যবসায়ি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন