নিউজ ডেস্ক
ওয়াশিংটন হোয়াইট হাউস বন্যার পানিতে ডুবে গেছে! ঠানা বৃষ্টির কারণে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন হোয়াইট হাউস এখন পানির নিচে ভারী বৃষ্টিতে ওয়াশিংটনে বন্যা, পানি ঢুকেছে হোয়াইট হাউসেও যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে সোমবার এক ঘণ্টার রেকর্ড বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকা। এমনকি পানি ঢুকে পড়েছে হোয়াইট হাউসের বেজমেন্টেও।ছবিতে দেখা যায় ওয়াশিংটনের হোয়াইট হাউজের কর্মকর্তা-কর্মচারীরা রাস্তার মধ্যে গাড়ি ঢুকে যাওয়ায় তারা গাড়ি ছাদের
উপরে দাঁড়িয়ে আছে এদিকে আবাহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘একেবারেই বিপদজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। সবার উঁচু জায়গায় আশ্রয় নেওয়া প্রয়োজন!’ এবং ভারী বর্ষণের ফলে স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১০টার মধ্যে রেগন ন্যাশনাল এয়ারপোর্ট এলাকায় ৩.৫ ইঞ্চি পানি জমেছে। এর আগে ১৯৫৮ সালে এক ঘণ্টায় ২.২ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছিল। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবাহাওয়াবিদ মার্ক চেনার্ড জানান, ১৮৭১ সালের পর এ নিয়ে সপ্তমবারের মতো ওয়াশিংটনে এমন রেকর্ড বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে।এদিকে
যুক্তরাষ্ট্রের বন্যার পানি ঢুকেছে হোয়াইট হাউসের বেজমেন্টে অবস্থিত এই ব্রিফিং রুমেও উত্তর-পশ্চিমে আরলিংটন, ভার্জিনিয়াতেও সকাল ৯টা থেকে ১০ পর্যন্ত প্রায় ৫ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছেন মার্ক চেনার্ড। মেট্রো স্টেশনগুলোর সিলিংয়ের মাধ্যমে ভেতরে পানি ঢুকে যাওয়ায় সেখানকার পরিষেবা ব্যাহত হয়েছে। পানি ঢুকে গেছে ওয়াশিংটনের জাদুঘর ও সংগ্রহশালাগুলোতেও। ফলে সেগুলো বন্ধ করে দিতে হয়েছে। পাশাপাশি জমাট পানিতে বেশ কয়েকটি গাড়ি আটকে পড়ায় সেখান থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। ডিসি ফায়ার ও
ইএমএস জানিয়েছেন, ১৫ জন পানিতে বন্দি হয়ে পড়া চালককে উদ্ধার করা হয়েছে।পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্যে হলুদ রাবার লাইফবোট ব্যবহার করছেন উদ্ধারকারীরা। টুইটারে পোস্ট করা একটি ছবিতে উঠে এসেছে কীভাবে পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের একটি অফিসের চেয়ার-টেবিল পানিতে ভাসছে।একটি অফিসের চেয়ার টেবিল
সহ সমগ্র যন্ত্রপাতি পানির উপর ভাসছে দেখা যায় এ সময় ৫ ফিট পানি জমে যাওয়ায় উদ্ধার কার্যক্রম সালাতে বেকায়দায় পড়ে গেছেন উদ্ধারকর্মীরা অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ছবি পোস্ট করে সিএনএনের সাংবাদিক বেটসি ক্লেইন লিখেছেন, ‘হোয়াইট হাউস লিক করছে’, অর্থাৎ হোয়াইট হাউসের ভেতরেও পানি ঢুকেছে। সিএনএন এর সাংবাদিক টুইটারে ছবি পোস্ট করার পর বিষয়টি সবার নজরে আসে সূত্র: এনডিটিভি।