
নিজস্ব প্রতিবেদক
সোমবার সকাল সাড়ে আটটার দিকে প্রতিদিনের মতো তাহমিনা কোচিং করতে গেলে কোচিং শেষ করে বাড়ি ফিরেনি তাহমিনা। চট্টগ্রাম নগরীর চকবাজারের লালচান্দ সড়কে মেডিকেল ভর্তি কোচিং সেন্টারে গিয়ে নিখোঁজ রয়েছে কলেজ ছাত্রী তাছমিনা আকতার নিশু(১৮)। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে চকবাজার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে কোচিং সেন্টারে গিয়ে আর বাসায় ফেরেনি তাছমিনা। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ওইদিন রাতে চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করা
হয়েছে। ডায়েরি নম্বর ৩৯৪ চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন গনমাধ্যমকে বলেন, নিখোঁজ তাছমিনা আক্তার নিশু তার মায়ের সাথে কোচিংয়ে এসেছিলো। সে তার মাকে উপরে রেখে নীচে এসে ফোন বন্ধ করে দেয়। তারপর থেকে আর কোন খোঁজ পাওয়া যায়নি তার।তবে আমরা জানতে পেরেছি ফয়াসল নামে এক ছেলের সাথে তার সম্পর্ক রয়েছে। ফয়সালই তাকে নিয়ে গেছে। এই বিষয়ে থানার সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা তাকে উদ্ধারের চেষ্টা করছি, বলে জানান ওসি নিজাম উদ্দিন।তাছমিনার ভাই রিয়াদ গনমাধ্যমকে বলেন, প্রতিদিন সকাল সাড়ে ৮টায় কোচিং করতে যায় তাছমিনা আক্তার নিশু। ১০টার ভেতর বাসায় চলে আসে। কিন্তু ওইদিন ঠিক সময়ে বাসায় না আসলে তার মুঠোফোনে কল দেওয়া হলে
বন্ধ পাওয়া যায়। পরে কোচিং সেন্টারের ক্লোজ সার্কিট ক্যামেরায় তাছমিনা কোচিং করে বের হতে দেখা যায় তিনি বলেন, আমরা খবর নিয়ে জানতে পারি তাছমিনাকে চার-পাঁচজন যুবক একটি বার্গারের দোকানে নিয়ে গিয়ে মারধর করে। রাত ১০টার দিকে একটি অচেনা নাম্বার থেকে কল দিয়ে তার মুক্তিপণের জন্য ৩০ হাজার টাকার চাঁদা দাবি করা হয়েছে বলেও জানান তার ভাই। তবে যে ছেলেটির সাথে সম্পর্ক ছিল এ কাজ সে ছেলেটির কিনা তা এখনো জানা যায়নি চকবাজার থানার ওসি সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন গণমাধ্যমকে।