
চট্টগ্রাম মেট্রোপলিন পুলিশের খুলশী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী বলেন ৭১সালে মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছে বর্তমানে মুক্তিযোদ্ধার সন্তানরা দেশের উন্নয়নে বাধা সৃষ্টিকারী যে কোন অপশক্তির বিরুদ্ধে অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করবে। সমাজ হতে মাদক, সন্ত্রান ও জঙ্গীবাদ মুক্তিদেশ গঠনে ও মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে তথা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে
মুক্তিযোদ্ধার সন্তানরা তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সচেতন থাকবে আমি আশাবাদী। অদ্য ২০ জুলাই খুলশী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরীর কার্যালয়ে মুক্তিযোদ্ধার সংসদ সন্তান কমান্ড খুলশী থানা নব আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন নব আহ্বায়খ কমিটির আহ্বায়ক কামাল হোসেন
টিটু, যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশিদ, সদস্য সচিব মোঃ মাসুদ করিম, সদস্য মোঃ আজিজুর সুমন, মোঃ খাজা মাঈনু উদ্দীন, সুজন সিনহা, আব্দুর রহমান সরকার, মোঃ কাশেম, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আবদুল হান্নান হীরা। মতবিনিময়ে শেষে খুলশী থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় খুলশী অফিসার ইনচার্জ প্রনব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।