
হাসান আহমদ,ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে তারেক আহমদ (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ২৭শে জুলাই শনিবার গোবিন্দগঞ্জ এলাকা থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় নিখোঁজ কিশোরের পিতা দক্ষিন সুনামগঞ্জ উপজেলার ডিগারকান্দি গ্রামের মো. মুজিবুর রহমান ছাতক থানায় ২৮ জুলাই ২০১৯ তারিখে একটি জিডি নং ১২৫৯ এন্ট্রি করা হয়েছে।জিডি সুত্রে জানা যায়, ছাতক উপজেলার বানারশিপুর গ্রামের মবশ্বির আলীর ছেলে জনৈক জামাল উদ্দিন এর গোবিন্দগঞ্জস্থ্য সুহিতপুর (ছালাম ব্রাদার্স) নামীয় বাসায়
থাকিয়া পরিচ্ছন্ন কর্মীর কাজ করতো নিখোঁজ তারেক আহমদ। গত ২৭ জুলাই ২০১৯ ইং তারিখে জনৈক জামাল উদ্দিন নিখোঁজ কিশোরের পিতা মো. মুজিবুর রহমানকে ফোন করে জানান তার ছেলেকে পাওয়া যাচ্ছেনা। উক্ত সংবাদের ভিত্তিতে তিনি দ্রুত গোবিন্দগঞ্জস্থ্য সুহিতপুর গ্রামে আসেন। এ সময় জামাল উদ্দিন নিখোঁজ কিশোরের পিতাকে জানান, তার ছেলে প্রতিদিন সকাল ১০/১১ ঘটিকায় ঘুম হইতে উঠিয়া নাস্তা করে।ঘটনার দিন নিখোঁজ কিশোর নাস্তা করার জন্য বাসায় না আসিলে জামাল উদ্দিন দুপুর ১২ ঘটিকায় শয়ন কক্ষে গিয়ে
দেখেন কক্ষ বাহির হতে তালা মারা। এ সময় জামাল উদ্দিন চাবি আনিয়া তালা খুলিয়া রুমে প্রবেশ করে নিখোঁজ কিশোরকে পাননি। তার ব্যাবহৃত মোবাইল ফোনটি পাওয়া গেছে বলে জিডিতে আরো উল্লেখ করা হয়। নিখোঁজ কিশোরের বর্ণনাঃ নাম তারেক আহমদ, বয়স অনুমান ১৬ বছর, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ফুট, পড়নে ব্লু-টি শার্ট ও প্যান্ট পরিহিত ছিল।যোগাযোগ নাম্বার- নিখোজ তারেকের মামা (01747272302 ইব্রাহিম আলী) (01721593475 খছরু মিয়া) যদি কোন ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরুধ করা হইলো।