
নিউজ ডেস্ক
সাম্প্রতিক সময়ে এক ভয়াবহ আতঙ্কের নাম ডেঙ্গু ঢাকাসহ সারাদেশ জুড়ে শুরু হযেছে় আতঙ্ক ডেঙ্গু মূলত ভাইরাস বাহিত একটি রোগ যা শুধুমাত্র একটি নাম বিশেষ করে মশার কামড়েই সংক্রমিত হয় এডিস মশা গায়ে সাদা ছোপ ছোপ দাগ থেকে অন্যান্য মশা থেকে সহজে আলাদা ভাবে চেনা সম্ভব এই মশা কোন জঙ্গলে থাকে না বরং মানুষের আবাসস্থলে যেমন ঘরে চৌকির নিচে অর্থাৎ পর্দা বাজে বেশিরভাগ মাটির নিচে লুকিয়ে থাকে একইভাবে বড় কোন জলাশয় নয় বরং ছোটখাটো জমে থাকা পানির আধার যেমন ব্রিজের নিচে রাস্তার ধারের
পানিতে খোলা বংশবৃদ্ধি করে ডেঙ্গুর লক্ষণ ডেঙ্গু জ্বরের সাধারণত ১০০-১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর হতে পারে শরীরে বিশেষ করে কোমরের জয়েন্টের মাংসপেশিতে প্রচন্ড ব্যথা হয় মাথাব্যথা ও চোখের পেছনের অংশে ব্যথা হতে পারে জ্বর হওয়ার চার বা পাঁচ ৫ দিনের সময় সারা শরীরে লালচে দানা দেখা দেয় যা অনেকটা এলার্জি বা ঘা মাছের মত দেখতে বমি বমি ভাব হতে পারে অতিরিক্ত ক্লান্তি বোধ করবে এবং খাওয়ার রুচি কমে যাবে অবস্থা জটিল আকার ধারন করলে শরীরের বিভিন্ন স্থান যেমন চামড়া নাক মুখ মারি প্রচন্ড ব্যাথা করবে আর
সে সাথে রক্ত পড়তে পারে ঋতুস্রাবের ব্যথা অনেক দীর্ঘ হতে পারে কখনো কখনো কিডনি আক্রান্ত হয়ে রেনাল ফেলিওর মতো মারাত্মক প্রাণঘাতী অবস্থা ধারণ করতে পারেন ডেঙ্গুর চিকিৎসা ডেঙ্গু জ্বরে আক্রান্ত বেশিরভাগ রোগী সাধারণত ৫ থেকে ১০ দিনের মধ্যে নিজে নিজেই ভালো হয়ে যায় তবে অবস্থা জটিল আকার ধারন করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে অসাধারণ চিকিৎসার জন্য ভালো না হওয়া পর্যন্ত বিশ্রামে থাকতে হবে যথেষ্ট পরিমাণে পানি ডাবের পানি ও অন্যান্য তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে খেতে না পারলে
দরকার হলে শিরাপথে স্যালাইন জ্বর কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ঔষধ ব্যথানাশক ঔষধ খাওয়া যাবে না এতে রক্তক্ষরণের ঝুঁকি বেড়ে যেতে পারে মাঝে মাঝে জ্বর কমানোর জন্য ভেজা কাপড় দিয়ে মুছে দিতে হবে মশা প্রতিরোধ জাতি বংশ বৃদ্ধি করতে না পারে সে জন্য তৎপর থাকতে হবে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে কিছুতেই যেমন ফুলদানি তাদের খোলা পরিত্যক্ত যাতে পানি না জমে থাকতে পারে সে ব্যবস্থা নিতে হবে এডিস মশা সাধারণত সকালে ও সন্ধ্যায় কামড়ায় তাই মশার কামড় থেকে রক্ষা পেতে ভালোভাবে দরজা জানালা
কাপড় সরিয়ে নিতে হবে মশারি ব্যবহার করতে হবে এবং প্রয়োজনে মসকুইটো রিপেলেন্ট ব্যবহার করা যেতে পারে ঘরের দরজা জানালাতে নেট ব্যবহার করলে আরো ভালো হয় মশা মারার স্প্রে ব্যবহার করুন দিনে বা রাতে কখন ঘুমানো উচিত নই সন্ধ্যা হলে দরজা জানালা ভালো করে লাগিয়ে নিন প্রয়োজনে জানালায় নেট ব্যবহার করুন জ্বর যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ডাক্তারের পরামর্শ নিন