
মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল সীমান্তের বিভিন্ন মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ যশোরের বেনাপোল সীমান্ত থেকে মাদকসহ বিভিন্ন মামলার ১১ ওয়ারেন্টভুক্ত পালাতক আসামিকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানার পুলিশ।গ্রেফতারকৃতরা হলো-বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের আইয়ু্ব হোসেনের ছেলে দিপু (২৮) ও ফারুক (২৫), বিল্লাল হোসেনের ছেলে ইউছুপ (৩০), বড় আঁচড়া গ্রামের মনজুরুলের ছেলে খায়রুল ইসলাম (৩৮), ইউসুপের ছেলে জব্বার (৩৩), মানিকের ছেলে রুবেল (৩২),
মজিদের ছেলে শহিদুল (৩০), কাগজ পুকুর গ্রামের হোসেনের ছেলে শাহাজান (৫৪), আনোয়ারের ছেলে আতাউর (৪০), পুটখালী গ্রামের গোলামের ছেলে নাসিম ইলাইচ কুজো (৩৪) ও মালেকের ছেলে শরিফুল (২৭)।বৃহস্পতিবার (১লা আগস্ট) সকালে অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানার পুলিশ বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে।পুলিশ জানাই, গোপন
সংবাদের ভিত্তিতে জানা যায়, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক আসামিরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। এমন খবরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।পুলিশ আরো বলেন বিভিন্ন মাদক মামলায় তাদের বিরুদ্ধে মামলা হয় সেই মামলায় তাদের ওয়ারেন্ট হয়ে যায় পুলিশ সুকৌশলে ১১ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সরজিৎ জানান, আটককৃতদের যশোর আদালতে সোপর্দ করা হবে।