
নিশীথের মত ব্যাপ্ত, স্বচ্ছতার মত মহীয়ান জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পূর্বা ও পূর্বা যুব কেন্দ্রের যৌথ উদ্দ্যোগে এবং রোটারি ক্লাব অব চিটাগং সাগরিকার সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম শুক্রবার মেহেদীবাগস্থ পূর্বা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধনী পর্বে পূর্বা’র উপদেষ্ঠা রোটারিয়ান খন রঞ্জন রায়ের সভাপতিত্বে এবং পূর্বা ও পূর্বা যুব কেন্দ্রের সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের স ালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারন
সম্পাদক মফিজুর রহমান, উদ্বোধক ছিলেন বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের কোতোয়ালী ইউনিটের যুব বিষয়ক কর্মকর্তা মোঃ জাহান উদ্দিন, প্রকৌশলী মোহাম্মদ আলী ভূইয়া চৌধুরী নিশান। সমাপনী পর্বে অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক বোরহান উদ্দিন এমরান, চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির সাধারন সম্পাদক সাজেদুল আলম চৌধুরী মিল্টন, রোটারিয়ান নুর মোহাম্মদ চৌধুরী,
পূর্বা’র সহ সভাপতি জসিম উদ্দিন আমিরী, তিষন সেন। স্বেচ্ছাশ্রমে চিকিৎসা সেবা প্রদান করবেন ডাঃ নাহিদ সুলতানা, ডাঃ মনীষা রায়, ডাঃ ডালিয়া আফরোজ সাথী। চিকিৎসা সেবা কার্যক্রমে প্রায় তিন শতাধিক রোগী চিকিৎসা গ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে মফিজুর রহমান বলেন, মানুষের সেবা করার চাইতে বড় কাজ আর কি হতে পারে? মানব সেবাই
সর্বোৎকৃষ্ট ব্রত। বঙ্গবন্ধু আমৃত্যু গনমানুষের জন্য কাজ করে গেছেন। বাংলাদেশের অগ্রগতি ধরে রাখতে সকলের দায়িক্ত রয়েছে। সমাজসেবামূলক কাজের মাধ্যমে আমরা এই অগ্রযাত্রা রক্ষা করতে পারি। এসময় ছাত্রনেতা এম মঞ্জুর আলম, পূর্বা’র দপ্তর সম্পাদক রিটু বড়ুয়া, চুমকি মজুমদার, তপন গোস্বামী, মোঃ রাব্বি, উর্মি আকতার, নুপুর দাশ, ডেইজি মল্লিক, সানা ভট্টাচার্য্য, আমানুল হক, নাহিদা আক্তার, সাইমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।