
৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও কৈবল্যধাম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জহুরুল আলম জসিম বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে মানসিক ও শারীরিক সুস্থ রাখার লক্ষ্যে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। শিক্ষার্থীদেরকে অনৈতিক কর্মকান্ড হতে দুরে রাখতে হলে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোযোগী করে তুলতে শিক্ষক সহ অভিভাবক এবং শিক্ষার্থীকেও সচেতন হতে হবে। শিক্ষার্থীদেরকে মাদক, জঙ্গী ও অনৈতিক কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে। অদ্য ২৪ আগষ্ট শনিবার সকাল কৈবল্যধাম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ
বিদ্যালয়ে আন্তঃ ফুটবল টূর্ণামেন্ট কালে প্রধান অতিথির বক্তব্যে এআহ্বান জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক সুমনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য ইলিয়াস খান, যাচমা বেগম, জি ব্লক সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সাইদুর রহমান আরমান, সি ব্লক সমাজ উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক
শামীম আহমেদ সুমন, উত্তর পাহড়তলী ওয়ার্ড বি-ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নয়ন, এ-ইউনিট আওয়ামী লীগের সভাপতি হেকিম খন্দকার মোঃ হোসেন, অনুষ্ঠানে সমাজের গন্য-মান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদি সমর্থকগণ উপস্থিত ছিলেন। টূর্ণামেন্ট পরিচালনা করেন রেফারী মোঃ মুছা।উক্ত উদ্বোধনী খেলায় পদ্মা (৬ষ্ঠ) ও যমুনা (৯ম) মুখোমুখি হয় এবং খেলাটি ১-১ গোলে ড্র হয়।