
ছাতক প্রতিনিধি:
ছাতকের জাউয়াবাজার অগ্নিকান্ডস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। বুধবার সকালে তিনি জাউয়াবাজার বড়গলি অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেন । এ সময় উপজেলা চেয়ারম্যানকে উদ্দেশ্য করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকান্ডের ঘটনায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভুত হয়ে গেছে। সব হারিয়ে তারা এখন প্রায় নিঃস্ব। কিন্তু বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেয়া ঋনের বোঝা তাদের মাথায় রয়ে গেছে। ফজলুর রহমান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের শান্তনা ও সমবেদনা জানিয়ে বলেন, বিষয়টি সংসদ
সদস্য মুহিবুর রহমান মানিককে অবহিত করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দেন। এসময় ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম, যুবলীগ নেতা হাজী জয়নাল আবেদীন, আবু হানিফা সায়মন, মুহিবুর রহমান তালুকদার টুনু, ব্যবসায়ী ফয়জুল করিম, জাউয়া বাজার ব্যবসায় সমবায় সমিতির সভাপতি আছাদুর রহমান, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক নুর মিয়া, ইউপি সদস্য আব্দুল কদ্দুছ সুমানসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।