
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়কে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছে এতে ১ জন নিহত হয়েছে। ২০ জন আহত হয়েছে দুর্ঘটনায় মৃত মৌলভি মো. শামসুল (৫৫) নামে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা তিনি। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার ‘লাকি প্লাজা’ বিপণী বিতানে তার মেহেদি স্টোর নামের একটি দোকান রয়েছে। আজ রবিবার বেলা ১২ টার দিকে এই দূর্ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছে ২০ জন । পটিয়া ফায়ার স্টেশন অফিসার (এসও) সৌমেন বড়ুয়া জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাস সড়কের পাশে ধানক্ষেতে উল্টে
পড়ে। খবর পেয়ে ফায়ার স্টেশনের লোকজন পুলিশের সহযোগিতায় উদ্ধার কাজ চালিয়েছে। তিনি বলেন, বেলা ১ টা পর্যন্ত ওই বাস থেকে একজনের মরদেহ এবং ১২ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে,এসময় তিনি আরো বলেন এখনো পর্যন্ত আমরা একজন মরদেহ উদ্ধার করা ছাড়া সবাই এখনো অক্ষত আছে,