
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ, অকার্যকর কমিটি বাতিল ও নতুন কমিটির দাবিতে চান্দগাঁও থানা ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি চান্দগাঁও থানার সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বহদ্দার হাট মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে নগর ছাত্রলীগ নেতা মো: আকিব জাবেদ এর সভাপতিত্বে ও ছাত্রনেতা আবু তাহের রিপন এর স ালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন নগর ছাত্রলীগ নেতা রাশেদ চৌধুরী, অরভিন সাকিব ইভান, নুরুল হক মনির, সৈকত দাশ,
ইফতেখার হোসেন শায়ান। এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা তারণ দাশ প্রলয়, পৌলম দেব বুবুন, শেখ সোহেল, শৈবাল দাশ, আনিসুল ইসলাম বেলাল, জামাল উদ্দিন জামাল, ইমন দত্ত, মিজানুর রহমান নয়ন, নুরুল বশর বিপলু, সাদ্দাম হোসেন, রবিউল ইসলাম ফাহাদ, বেলাল উদ্দিন, হাসান মাসুদ, রিয়াদুল করিম, মিশকাতুল কবির, অনিন্দ্য দেব, অরুপ বড়ুয়া, ইমন সরকার, সালাউদ্দিন রকি, জয়নাল আবেদীন জয়, মোঃ বেলাল, রিপন বড়–য়া, রানা হাজারী, মহিউল আলম, আনাস সেলিম নাবিল, অনিক মান বড়–য়া, কামরান হোসেন রকি,
ইকরামুলকবির, সাবিদ বিন হামিদ বিটু, মো: রুবেল হোসেন, মো: রায়হান, জিয়াউল হক মুন্না, আনামুল হক, রিমন বড়–য়া, নজরুল ইসলাম, সীমান্ত মুৎসুদ্দী, সাহাদাত হোসেন ওমর, মো: সাইমন, শাহাদাত হোসেন শুভ, বেলাল উদ্দিন, চয়ন বড়–য়া, খালিদ হাসান অন্তর, নাছিম উদ্দিন, চন্দক বড়–য়া, মো: আদনানুর রহমান, শান্ত কর্মকার, মো: মঞ্জু, মামুনুল ইসলাম খোকা, অভি বড়–য়া, নাঈম উদ্দিন, জাবেদ হোসেন, মো: লিটন ইব্রাহিম, মো: নুরুল মোস্তফা, মো: তুষার, সাইফ উদ্দিন, মাজেদ এহসান শাহ্, হৃদয় বড়–য়া, মো: সোহেল, মো: ইকবাল, কায়সার
রুবেল, সিয়াম আল মামুন, নয়ন নাথ, মো: মোমিন, দীপ্ত দাশ, যুবরাজ, আরমান ফরিদ, ইভান সাঈদ, রাতুল ইসলাম, শাওন আদিল, মুকুল দাশ, অঙ্গন বণিক প্রমুখ।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মেয়াদোর্ত্তীন অকার্যকর কমিটি বাতিলের দাবিতে সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মেয়াদোর্ত্তীণ কমিটি বাতিলের দাবিতে চট্টগ্রাম শহরে কলেজ, থানা, ওয়ার্ড সমূহের নেতাকর্মীরা যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে তা যৌক্তিক দাবি। বর্তমান কমিটি সাত বছর চলমান হওয়ার পরও কোনো থানা, ওয়ার্ড ও কলেজের কমিটি
দিতে না পেরে ব্যর্থ নেতৃত্ব হিসেবে ছাত্রসমাজের কাছে যোগ্যহীন হিসেবে পরিচিত হচ্ছে। যার কারণে মেধাবী নেতাকর্মী সৃষ্টি হওয়াতে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। যা ভবিষ্যত রাজনীতির জন্য শুভনীয় নয়। তাই অতিশীঘ্রই বর্তমান মেয়াদোর্ত্তীণ ও অকার্যকর কমিটি বাতিল করে ত্যাগী মেধাবী ছাত্রদের হাতে নেতৃত্ব তুলে দেয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে জোর দাবি জানাচ্ছি।