
সবুজ অরণ্য সবুজ দেশ, মোদের সোনার বাংলাদেশ। গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগান নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চাটগাঁইয়্যা নওজোয়ান’র উদ্যোগে কাটির হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচী-২০১৯ উদযাপিত হয়। সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল হায়দার তুষারের তত্বাবধানে বৃক্ষরোপন কর্মসূচী উদযাপন পরিষদের আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী ও সদস্য সচিব ইলিয়াছ ইলুর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
সাহাবুদ্দিন চৌধুরী, স্কুল পরিচালনা পরিষদের সদস্য তৌহিদুল আনোয়ার, বিশিষ্ট সুরকার এসএম ফরিদ, সংগঠনের সহ-সভাপতি মো: সেলিম মিয়া, গিয়াস উদ্দিন, ডা: রকিবুল্লাহ, জসিম উদ্দিন মিথুন, আনোয়ার হায়দার রাজিন, জানে আলম জনি, শাফাত ইব্রাহিম, নাসরিন চৌধুরী, সীমা দাশ, মো: আবুল কালাম, মঞ্জুর আলম, শমসের খান সানি, আবুল হাশেম চৌধুরী, মঞ্জুর আলম বাবুল প্রমুখ। শেষে স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।