
গতকাল ২০ সেপ্টেম্বর ২০১৯ সন্ধ্যায় চট্টগ্রাম জেলা ও মহানগর সম্মিলিত মুক্তিযোদ্ধা কমান্ডের এক সভা বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনর অনৈতিক ও অসমাজিক কর্মকা- ক্যাসিনো নামক জুয়ার বোর্ড ও মদের আখঁড়ায় অভিযানের মাধ্যমে গডফাদারদের গ্রেপ্তার অস্ত্র, টাকা ও মাদক উদ্ধারকে অভিনন্দন জানান। ঢাকা মুক্তিযোদ্ধা সংসদের জুয়ার আখঁড়ায় হামলার পাশাপাশি চট্টগ্রাম শহরে অবস্থিত আইসফ্যাক্টরী রোডস্থ মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের নামের জুয়া/ক্যাসিনো মদের আসর বন্ধ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনের আওতায় এনে
বিচারের ব্যবস্থার দাবি জানানো হয়। এবং মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত পাঁচলাইশস্থ মেডিকেল কলেজের সামনে ৬তলা বিশিষ্ট ভবন অবৈধ দখলদার থেকে মুক্ত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তর করে সার্বিক কল্যাণে ব্যবহার করার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাছে দাবি জানানো হয়। বক্তব্য রাখেন যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন আহমেদ, মোঃ ইউনুছ, মোঃ ইদ্রিচ আলী, ডা. স্বরফরাজ চৌধুরী বাবুল, দেওয়ান মাকসুদ আহমেদ, মোঃ ইউসুফ, নৌকমান্ডো আনোয়ার মিয়া, খলিল উল্লাহ সর্দার, আব্দুল নুর, পান্টু লাল শাহা, মোঃ হোসেন বাবু, রমিজ উদ্দিন আহমেদ প্রমুখ।