
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ আফসারুল আমিন এমপি বলেন, একাত্তরে ইস্পাত দৃঢ় দেশপ্রেম, সাম্য, মৈত্রী আর ভ্রাতৃত্বের বন্ধনে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রত্যয়ে গর্জে উঠেছিল বাংলাদেশ। আঁধারের বুক চিরে ছিনিয়ে এনেছিল ভোরের সূর্যোদয়। বিজয়ের গৌরবে কেঁপে উঠেছিল ৫৬ হাজার বর্গমাইল। চড়াই-উতরাইয়ে সুদীর্ঘ পথ পেরিয়ে স্বাধীনতার ৪৮ বছর পর মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত জাতি। আওয়ামী লীগ সরকারের শাসনামলে আর্থ-সামাজিক ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে, অনেক অর্জনও দৃশ্যমান। দরিদ্রতা আর তলাবিহীন ঝুড়ির বদনাম পেছনে
ফেলে বাংলাদেশ এখন নিম্ন-মধ্য আয়ের দেশ। স্থিতিশীল রাজনৈতিক সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মানবিক বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হবে বলে। গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও চট্টগ্রাম জেলার সাধারন সম্পাদক জাফর আহমেদ সাদেক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সনাতন চক্রবর্তী বিজয়, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল খালেক, দপ্তর সম্পাদক এস এম সেলিম, সদস্য মেসবাহ উদ্দিন, হাসমত আলী, প্রীতম দাশ পাপ্পু প্রমুখ।