“আমার এলাকা, আমার হাতেই হোক পরিষ্কার” প্রতিপাদ্যে আগামীকাল ২১ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসের সাথে একাত্মতা প্রকাশ করে সারাদেশে ৫ম বারের মত পালিত হতে যাচ্ছে “দেশটাকে পরিষ্কার করি দিবস ২০১৯”। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে পরিবর্তন চাই ও এসডিজি ইয়ুথ ফোরামের উদ্যোগে চট্টগ্রামের খুলশীস্থ টাইগারপাস বহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। পরিচ্ছন্নতা অভিযানে টাইগারপাস বহুমূখী উচ্চ বিদ্যালয়, ডেল্টা লার্নিং সেন্টার, পাওয়ার টু ব্লুম, লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যামেয়িবেল রোজ গার্ডেন,
চন্দনাইশ ছাত্র সমিতি-চট্টগ্রাম, ওব্যাট থিংক ট্যাংক সহ বিভিন্ন সামাজিক, পরিবেশ বিষয়ক ও তরুণদের সংগঠন অংশগ্রহণ করবেন। এছাড়াও অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগও সহযোগিতা করবে। পরিচ্ছন্ন -বাসযোগ্য দেশ গড়ে তুলতে পরিচ্ছন্নতা অভিযানে সংযুক্ত হবার জন্য এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার অনুরোধ জানিয়েছেন।