
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন আয়োজনে স্বাধীনতার স্বপক্ষের এবং স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা দৈনিক আজাদী’র প্রতিষ্ঠাতা সম্পাদক ইঞ্জিনিয়ার আলহাজ্ব মুহাম্মদ আব্দুল খালেক এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর বিকেলে নগরীর সুপ্রভাত স্টুডিও হলে সংগঠনের কার্যকরী মহাসচিব লায়ন আবু ছালেহ’র স ালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কো চেয়ারম্যান প্রফেসর ড. প্রভাত চন্দ্র বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সংগঠনের চেয়ারম্যান
প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন প্রফেসর এবিএম আবু নোমান, প্রফেসর ড. মাসুম চৌধুরী, প্রফেসর সুকান্ত ভট্টাচার্য, সাংবাদিক সুজিত কুমার দাশ, লায়ন ডা: আর.কে রুবেল, বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্তী, শ্যামল মিত্র, বাদশা মিয়া, রাখাল চন্দ্র ঘোষ, লেয়াকত হোসেন, রফিকুল আলম, এম.এ সবুর, বিজয়’৭১’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়ন এসবি জীবন, অমর কান্তি দত্ত, এড. বাসন্তি প্রভা পালিত, আলী আহমেদ শাহিন, প্রশান্ত চৌধুরী যিশু, আলহাজ্ব মো: কুতুব উদ্দিন, এস.ডি জীবন, মো:
দেলোয়ার হোসেন, আসিফ ইকবাল, শবনম ফেরদৌসি, শ্যামল বৈদ্য সবুজ, ডা: মো: মনির আজাদ, ডা: প্রনব মজুমদার, লায়ন জাহেদুল আলম, সালাউদ্দিন লিটন, মৃনাল কান্তি দাশ, ডা: এস.কে পাল সুজন, ডা: বেলাল হোসেন উদয়ন, হারুন অর রশিদ, শাহিন ফেরদৌসি, রোজী চৌধুরী, অংকন বল, এস এম জাবেদ হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর। তিনি একজন সুফিবাদী। ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মহান দেশ প্রেম এবং আগামী প্রজন্মের উন্নত ভবিষ্যৎ চিন্তায় সেদিন পত্রিকা প্রতিষ্ঠা
করেছিলেন। যে পত্রিকা এদেশের ৫২’র ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সবসময় স্বাধীনতার স্বপক্ষে মতামত সৃষ্টিসহ নানা কল্যাণমূখী কাজ করে গেছেন। অনেক খ্যাতিমান লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবিরা নিজেদেরকে বিকশিত করার সুযোগ পেয়েছেন। দৈনিক আজাদী চট্টগ্রামের সর্বস্তরের মানুষের আস্তা ও বিশ্বাসের সর্বাদিক পাঠকপ্রিয় পত্রিকা হিসেবে মানুষের মনে স্থান করে নিয়েছে। স্বাধীন বাংলাদেশ বির্নিমাণে তাঁর ভূমিকা অপরীসিম। তিনি একজন ইঞ্জিনিয়ার হওয়া সত্বেও পেশা হিসেবে না নিয়ে তিনি সাংবাদিকতার জগতে অনন্য উদাহরণ স্থাপন করেছেন। পেশাজীবিরা তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিবেদিত করবেন। ইঞ্জিনিয়ার আব্দুল খালেক দৈনিক আজাদী ও চট্টগ্রামের ইতিহাস একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছে।