
আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান গতকাল ২৮ সেপ্টেম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকবাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, সাবেক ছাত্র নেতা
জাফর আহমদ, সহ-সভাপতি মনজুর হোসেন, সাইফুল আলম সাইফু, নুরুল আমিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন শাহ্, তারেক হায়দার বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সলিল চৌধুরী, সদস্য আজম খান, জাহাঙ্গীর খান, রনি ধর, তৌহিদুল আলম, আবুল কালাম আজাদ, রুমকি সেনগুপ্তা প্রমুখ। এসময় প্রধান অতিথি সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ বিশ্বদরবারে একজন আলোকিত ব্যক্তি এবং মেধাবী নেত্রী হিসেবে সমাদৃত হচ্ছে। যার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ একটি সমৃদ্ধ রাষ্ট্রের দিকে
এগিয়ে যাচ্ছে। মহিয়সী ও দেশপ্রেমিক নেত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ সকল স্তরের মানুষের কাছে আদর্শের বাতিঘর হিসেবে প্রেরণা যোগাচ্ছে। তিনি বলেন, আসুন আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নমূলক কর্মকান্ড এবং মহৎ রাজনীতির মাধ্যমে এদেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখি। সকল রকম বাধাবিপত্তি পেরিয়ে এদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে পরিণত করি। সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিনের কেক কাটেন প্রধান অতিথি সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিনসহ অতিথিবৃন্দ।