অদ্য ১০ অক্টোবর বৃহস্পতিবার দামপাড়া পুলিশ লাইনস্থ সিএমপি’র কনফারেন্স হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে আসন্ন প্রবারণা পূর্ণিমা উৎসব ২০১৯ উদযাপন উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় চট্টগ্রাম মহানগরী এলাকায় প্রবারণা পূর্ণিমা সুষ্ঠু, শান্তিপূর্ণ ভাবে সম্পাদনের লক্ষ্যে আলোচনা করা হয়। পুলিশ কমিশনার পুলিশের পক্ষ থেকে প্রবারণা পূর্ণিমা ২০১৯ উদ্যাপনকালে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বৌদ্ধ
ধর্মাবলম্বী নেতৃবৃন্দ কর্তৃক নিজস্ব স্বেচ্ছাসেবক টিম গঠন এবং তাদের পরিচিতির জন্য নির্ধারিত পোষাক/আইডি কার্ড/আর্ম-ব্যান্ড পরিধানের জন্য অনুরোধ জানান। এছাড়াও প্রবারণা পূর্ণিমা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের সুবিধার্থে মহিলা ও পুরুষদের জন্য আলাদা আলাদা প্রবেশ ও বহির্গমন পথের ব্যবস্থা করণের এবং নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠান স্থলে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রবারণা পূর্ণিমা উৎসবে মাদক, ছিনতাই এবং ইভটিজিং প্রতিরোধে পুলিশী অভিযান কার্যক্রম জোরদার, পুলিশী টহল বৃদ্ধি, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী এবং
উর্ধ্বতন অফিসার কর্তৃক নিয়মিতভাবে পরিদর্শনের মাধ্যমে নিশ্চিদ্র নিরাপত্তা প্রদানে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিএমপি কমিশনার সকলকে আশ্বস্ত করেন এবং সফলভাবে প্রবারণা পূর্ণিমা উদযাপনে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। উক্ত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম, বিপিএম-সেবা, অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতি-উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ, র্যাব, এপিবিএন, এনএসআই, ডিজিএফআই, আনসার ও ভিডিপি, জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি
কর্পোরেশন, সিভিল সার্জন, পিডিবি দক্ষিণ অ ল, ওয়াসা, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র প্রতিনিধিদ্বয় উপস্থিত ছিলেন। এবং বৌদ্ধ প্রতিনিধিদের মধ্যে মতামত ব্যক্ত করেন বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়–য়া, ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়–য়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র সহ-সভাপতি ড. বিকিরণ প্রসাদ বড়–য়া, ভদন্ত উপানন্দ মহাথের, প্রকৌশলী পরিতোষ কুমার বড়–য়া, অ ল কুমার তালুকদার, গকুল কান্তি বড়–য়া, এড. জয়শান্ত বিকাশ বড়–য়া,
পুস্পেন বড়–য়া কাজল, কমলেন্দু বিকাশ বড়–য়া, টিংকু বড়–য়া, মিথুন বড়–য়া, ত্রিদ্বিপ কুমার বড়–য়া, স্বপন কুমার বড়–য়া, ড. সুব্রত বরণ বড়–য়া, উত্তম কুমার বড়–য়া, প্রণব রাজ বড়–য়া, স্বরূপ বিকাশ বড়–য়া বিতান, সজীব বড়–য়া ডায়মন্ড, নারী নেত্রী ববি বড়–য়া, অধ্যাপক জগত জ্যোতি বড়–য়া, বোধিপাল বড়–য়া, রতন কুমার বড়–য়া, রেবা বড়–য়া, বিপ্লব বড়–য়া, সম্যক শুভ বড়–য়া, সুজন বড়–য়া, বিজ্ঞানন্দ ভিক্ষু প্রমুখ। সভায় প্রশাসনের পক্ষ থেকে প্রবারণা পূর্ণিমায় আতশবাজি, ফট্কা ফাটানো সম্পুর্ণভাবে নিষিদ্ধ করা হয়। এতে বৌদ্ধ সম্প্রদায়ের সার্বিক সহযোগিতা কামনা করেন। এবং যে কোন অনাকাঙ্খিত ঘটনার জন্য ৯৯৯ এ ফোন করে ঘটনার স্থান ও বিবরণ জানানোর অনুরোধ করেন।