চান্দগাঁও খাজা রোড আমিনের দোকানস্থ আল-হাশেমী নূরানী ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগে অদ্য ০৯ নভেম্বর শনিবার সকাল ১০ টায় মাদ্রাসা অডিটরিয়াম হলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ও ঘুর্ণিঝড় বুলবুল’র আঘাত থেকে রক্ষার জন্য এক দোয়া মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মনিরুল ইসাম’র সভাপতিত্বে সহকারী শিক্ষক হাফেজ মুহাম্মদ জয়নাল আবেদীনের স ালনায় দোয়া মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মোহাম্মদ আবু তাহের। এসময় আরও উপস্থিত ছিলেন হাফেজ মুহাম্মদ জাহেদুল ইসলাম, ইঞ্জিনিয়ার গাজী মুহাম্মদ ফয়সাল, সহকারি শিক্ষক হাফেজ মুহাম্মদ হোসেন, মুহাম্মদ এহসান উদ্দিন, মোঃ মঞ্জুরুল আলম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মুমিনুল হক, মাহবুবা বারী, মিসেস শারমীন, সেলিনা প্রমুখ। এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে দ্বীনি ও আধুনিক শিক্ষা বিস্তারে আল-হাশেমী নূরানী ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা অনন্য ভূমিকা রাখছে, আশা করি এবারও রাখবে। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ও ঘুর্ণিঝড় বুলবুল’র আঘাত থেকে দেশকে রক্ষার জন্য দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মনিরুল ইসলাম।