আন্তর্জাতিক ডেস্ক:
সরকারি বেতন পায় এমন চাকরিজীবীদের মধ্যে কেউ যদি দূর্নীতি করে প্রমাণিত হয় তাকে গুলি করার নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট।সরকারি কোনো কর্মকর্তা দুর্নীতি করলে তাকে গু’লি করার পরামর্শ দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে। তবে, এমনভাবে গু’লি করতে হবে, যেন তিনি মা’রা না যান। সম্প্রতি দেশটির বাটান শহরে বিশেষ ব্যবসায়িক জোনের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে এ ঘোষণা দেন দুতের্তে।ফিলিপিনো প্রেসিডেন্ট বলেন, আপনি ট্যাক্স দেন, বিল দেন বা কোনো সনদ নেন; আর কোনো কর্মকর্তা যদি ঘুষ দাবি করেন, তাকে মারুন।
যদি অ’স্ত্র থাকে, তাকে গু’লি করতে পারেন, তবে হ’ত্যা করবেন না।তিনি বলেন, আমি আপনার পক্ষ নেবো। যদি এ ঘটনা আমার কার্যালয় পর্যন্ত আসে, আমি অভিযোগকারীকে ডেকে বলবো, তাকে (আ’ক্রমণকারী) তিনবার চ’ড় মা’রতে।সংস্কারপন্থি হিসেবে পরিচিত দুতের্তে আগেও বিভিন্ন মন্তব্যের জন্য বেশ আলোচিত-সমালোচিত হয়েছেন। তার নতুন বক্তব্য নিয়েও দেশ-বিদেশে শুরু হয়েছে নানা আলোচনা। এমন বক্তব্য দেশে অপ’রাধের মাত্রা বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করছেন অনেকেই। প্রেসিডেন্টের এমন বক্তব্যে ফিলিপাইনের অপরাধের মাত্রা আরো দ্বিগুন বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন দেশটির বিশেষজ্ঞরা।