মোঃলিমন মিয়া সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ী উপজেলায় (১৯/১১/২০১৯)ইং রোজ মঙ্গলবার লবণ সংকট হতে পারে সারা বাংলাদেশে এমন গুজব প্রচারণার সময় সরিষাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা নেতৃত্বে আরামনগর কাচা বাজারে অভিযান চালিয়ে ওই পাঁচজন যুবককে আটক করেন সরিষাবাড়ী থানা পুলিশ।আটককৃতরা হলেন- সাতপোয়া ইউনিয়নে ছাতারিয়া গ্রামে আব্দুল করিমের ছেলে শামীম মিয়া(২১),মাহাদান ইউনিয়নে সেঙ্গুয়া গ্রামে মনির উদ্দিনের ছেলে সিফাত মিয়া(স্বাধীন) (১৬), সাঞ্চারপাড় গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে রাফি (১৫) ও ডোয়াইল ইউনিয়নে চর বালিয়া গ্রামে
হাসমত আলীর ছেলে মোঃ সাগর মিয়া (১৭)।জানতে পারা যায়,মঙ্গলবার সারাদিন ধরে সরিষাবাড়ী আরামনগর কাচা বাজারে ৫০ থেকে ১২০ টাকা প্রতিকেজি লবণ বিক্রি হচ্ছে। এমন সংবাদ শুনে ওই পাঁচ যুবক ক্যামেরা ও মাইক্রোফোন নিয়ে ভিডিও মাধ্যমে সামাজিক যোগাযোগব্যবস্থা প্রচার করছিলেন। এমন সময় সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযান চালিয়ে ওই পাঁচ যুবককে আটক করে থানা নিয়ে যান।