ছাতক প্রতিনিধি:
ছাতকে গাড়ির মালিকদের সঙ্গে ছাতক ট্রাফিক পুলিশের এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা শহরের কিবরিয়া সেন্টারে পরিবহন শ্রমিক-মালিকদের নিয়ে ট্রাফিক পুলিশের উদ্দ্যোগে আয়োজিত মত বিনিময় সভা হয়েছে। সুনামগঞ্জের টি, আই, প্রশাসন সামছুল ইসলামের সভাপতিত্বে ও নিকুঞ্জ দেবনাথের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন অফিসার
ইনচাজ ছাতক থানার ওসি গোলাম মোস্তাফা.শ্রমিক নেতা খালেদ আহমদ.বজর আলী.ফজলুর রহমান, মিন্টু ঘোষ.বিল্লাল আহমদ, দেলোয়ার হোসেন প্রমুখ। বক্তারা বলেন, যান চলাচলে নিয়ম-নীতি সহবিভিন্ন গঠনমুলক আলোচনা হয়।